নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 125 বার পঠিত
ব্রুনো ফার্নান্দেজের ওল্ড ট্রাফোর্ডে শুরুটা হয়েছিল বাজে। ২০২০ তে রেডডেভিলদের হয়ে খেলতে নেমেই হেরে গিয়েছিলেন। ঘরের মাঠে পরের ম্যাচে দুমিনিটে গোল করে ভেবেছিলেন না ঠিক আছে। কিন্তু সেই ম্যাচটা ইতিহাসেরই সবচেয়ে লজ্জাজনক ম্যাচ হয়ে থাকে ম্যানইউর জন্য। ৬-১ গোলের হার টটেনহাম হটস্পারের কাছে।
চার বছর আগের সেই দুঃসহ স্মৃতি যেনো মনে করিয়ে দল স্পার্সরা এই রবিবার ব্রুনো ফার্নান্দেজকে। ২৪২ ম্যাচের ম্যানইউ ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন পর্তুগিজ মিডফিল্ডার। এর আগে পরে তিন গোল খেয়ে হারলো ম্যানইউ টটেনহামের কাছে।
চারবছর আগে হ্যারি কেইন করেছিলেন দুগোল। কেইন আর নেই টটেনহামে। এবার ম্যাচের ৩ মিনিটেই ব্রেনান জনসনের গোলে এগিয়ে যায় টটেনহাম। ফার্নান্দেজ লাল কার্ড দেখেন বিরতির কিছুক্ষণ আগে, ম্যাচের ৪২ মিনিটে। যদিও এ নিয়ে আছে বিতর্ক। জেমস ম্যাডিসনকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে ফার্নান্দেজ নিজেই পা পিছলে পড়ে যান। এই সুযোগে ম্যাডিসনকে বল নিয়ে এগিয়ে যেতে দেখে করে বসেন ফাউল। রেফারি ক্রিস কাভানাঘ এক মুহূর্ত দেরি না করে পর্তুগিজকে তারকাকে সরাসরি লাল কার্ড দেখান।
বড় ধাক্কা খাওয়ার পর ম্যাচের পরিকল্পনা পাল্টাতে বাধ্য হন ইউনাইটেড কোচ টেন হাগ। বিরতির আগমুহূর্তে কোবি মাইনুর পরিবর্তে ম্যাসন মাউন্ট ও দ্বিতীয়ার্ধের শুরুতেই জোশুয়া জির্কজির জায়গায় কাসেমিরোকে নামান।
কিন্তু কৌশল বদলে ম্যাচে ফেরা দূরে থাক, ৪৭ মিনিটেই ব্যবধান ২–০ করেন টটেনহামের দেয়ান কুলুসেভস্কি। ৭৭ মিনিটে তৃতীয় গোলটি করেন ডমিনিক সোলানকে।
এই হারে ৭ পয়েন্টে আটকে থেকে ১২ নম্বরে নেমে গেল ইউনাইটেড। ১০ পয়েন্ট নিয়ে টটেনহাম উঠে এল আটে।
Posted ৪:৫৫ এএম | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।