| বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
যুক্তরাজ্যের রাজ-অভিষেকের দিন বিতর্কিত হীরা কোহিনুরের মুকুট পরবেন না রাজা চার্লসের স্ত্রী রানি ক্যামিলা। রাজপরিবারের সদর দপ্তর বাকিংহাম প্যালেস মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
২০২২ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর যুক্তরাজ্যের রাজা হয়েছেন তাঁর ছেলে তৃতীয় চার্লস। তবে দায়িত্ব নিলেও এখনো আনুষ্ঠানিক অভিষেক হয়নি চার্লসের। আগামী ৬ মে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বসবে চার্লসের অভিষেকের রাজকীয় আয়োজন। এ আয়োজনে চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলার মাথায় দেখা যাবে না কোহিনুর হীরাখচিত মুকুট।
বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এক ঘোষণায় বলা হয়েছে, রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে কুইন করসর্ট ক্যামিলা কোহিনুরখচিত মুকুট না পরার সিদ্ধান্ত নিয়েছেন। এর বদলে তিনি রানি মেরির ব্যবহৃত মুকুট পরবেন।
বাকিংহাম প্যালেস বলেছে, সাম্প্রতিক ইতিহাসে প্রথমবারের মতো অভিষেক অনুষ্ঠানের জন্য রানি মেরির মুকুট বেছে নেওয়া হয়েছে।
রাজপরিবারের নিয়ম অনুযায়ী, সিংহাসনে বসা রানিরা মাথায় পরেন কোহিনুরের মুকুট। ২০২২ সালের শুরুর দিকে সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ঘোষণা করেছিলেন তাঁর মুত্যুর পর চার্লস সিংহাসনে বসলে নতুন রাজার স্ত্রী ক্যামিলা কোহিনুরখচিত রাজমুকুটের উত্তরাধিকারী হবেন।
Posted ৮:৫০ এএম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।