| বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | প্রিন্ট | 40 বার পঠিত
চলন্ত ট্রেনের নিচে পড়ে এক কিশোরের অক্ষত অবস্থায় ফেরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ঘটনাটি রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকার।
গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে। তবে ওই স্কুল শিক্ষার্থীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রেলওয়ে থানায় সাব ইন্সপেক্টর সেকান্দার আলী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আমি এ বিষয়ে জানতে পারি। আমরা ওই ছেলেটির সম্পর্কে খোঁজ নিয়েছি। সে তেজগাঁও একটি স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে।’
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘দ্রুত রেললাইন পার হওয়ার সময় ছেলেটি রেললাইনের ওপর পড়ে যায়। এর মধ্যেই ট্রেন চলে আসে। তার হাত সরে যাওয়ার মতো সময় ছিল না। আশেপাশের লোক তাকে চিৎকার করে রেললাইনের ওপরেই দুই লাইনের মাঝখানে শুয়ে পড়তে বলে।’
ভিডিওতে দেখা গেছে, ব্যাগ মাথার ওপর দিয়ে রেললাইনের মাঝে উপুড় হয়ে শুয়ে আছে এক কিশোর। রেললাইনের ওপর দিয়ে যাচ্ছে মালবাহী ট্রেন। বাইরে থেকে লোকজন ছেলেটিকে একটুও নড়াচড়া না করার পরামর্শ দিচ্ছেন, কেউ কেউ ছেলেটির জন্য দোয়া পড়ছেন। পরে ট্রেন থামলে সেখান থেকে বেরিয়ে আসে ওই কিশোর।
Posted ১:২৮ এএম | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।