বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

চট্টগ্রামে ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড খেলা

  |   রবিবার, ২৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   19 বার পঠিত

চট্টগ্রামে ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড খেলা
ওয়ানডে শেষ করে রমজানের মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। দুই দল সিলেট ছেড়ে প্রস্তুত হচ্ছে চট্টগ্রামে। আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সীমিত ওভারের লড়াই দেখা যাবে মাত্র ২০০ টাকায়। শনিবার (২৫ মার্চ) টি-টোয়েন্টি সিরিজের টিকেট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টিকেটের মূল্য অনুসারে ওয়েস্টার্ন স্ট্যান্ডে খেলা দেখা ২০০ টাকার টিকেটে। এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ক্লাব হাউজে দেখা যাবে ৫০০ টাকার টিকেটে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ১ হাজার টাকা। আর রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা। আজ থেকেই বিসিবির ওয়েবসাইটে মিলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের টিকেট।
অনলাইনে টিকেট কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর নিবন্ধন করতে হবে। একটি নিবন্ধন থেকে সর্বোচ্চ দুটি টিকেট কেনা যাবে। অনলাইনে টিকেট বুক সেই টিকিট বুথে সংগ্রহ করা যাবে আগামীকাল রোববার বা সোমবার ম্যাচের দিন। এ ছাড়া সরাসরি বুথে গিয়ে টিকেট পাওয়া যাবে কাল সকাল থেকে। সরাসরি টিকেট কেনা যাবে এমএ আজিজ স্টেডিয়ামে ও সাগরিকায় বিটাক মোড়ের কাছে থেকে।
Facebook Comments Box

Posted ১:০৫ এএম | রবিবার, ২৬ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।