| সোমবার, ১০ জুলাই ২০২৩ | প্রিন্ট | 26 বার পঠিত
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জেনারেল হাসপাতালে শুরু হচ্ছে ডেঙ্গু পরীক্ষা। আজ থেকে বিনামূল্যে এ পরীক্ষা সুবিধা চালু হচ্ছে নগরের সদরঘাটের হাসপাতালটিতে।
নগরীর সদরঘাটে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে এ কার্যক্রম উদ্বোধন করবেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে চসিক। সম্প্রতি এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন চসিক মেয়র। টেস্টের জন্য কিট কেনা থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে বা জ্বর হলে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে দ্রুততম সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং টেস্ট করার আহ্বান জানান তিনি।
Posted ৩:৩৩ এএম | সোমবার, ১০ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।