| শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
চট্টগ্রামের পাহাড় কাটার সময় মাটি ধসে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, এসময় আহত হয়েছেন অন্তত চারজন। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মহানগরীর আকবর শাহ থানার বেলতলী ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন জানায়, পাহাড় কেটে সিটি কর্পোরেশনের রাস্তা নির্মাণ কাজ চলার সময় ধসে পড়ে। এসময় চাপা পড়েন পাঁচ শ্রমিক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগে এখানে ছয়-সাত জন শ্রমিক কাজ করছিলেন। বিকট শব্দে মাটি ধসে পড়লে চাপা পড়েন পাঁচজন। পরে স্থানীয়রা এসে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল মালেক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। আহত পাঁচ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে খোকা নামে এক শ্রমিক মারা যান।
এদিকে, দুর্ঘটনার পর চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, পাহাড়ে ওয়াল নির্মাণের কাজে গাফিলতির আছে কিনা তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় আহত চার জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর চসিক রেজাউল করিম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, পাহাড়ে ওয়াল নির্মাণের কাজে কারো গাফিলতি আছে কিনা তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় আহত চারজনকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক জানিয়েছেন, পাহাড় ধসে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
Posted ৩:২১ পিএম | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।