সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ২৯ প্রার্থীকে আজীবন বহিষ্কার

  |   বুধবার, ১৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   29 বার পঠিত

গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ২৯ প্রার্থীকে আজীবন বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় ২৯ নেতাকে ‘আজীবন বহিষ্কার’ করার কথা জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দুইজন প্রার্থী নির্বাচন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় দল থেকে তাদের ধন্যবাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এর কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন। এমতাবস্থায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী ২৯ জন নেতৃবৃন্দকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।”

বহিষ্কৃতরা হলেন-সদর থানার আহ্বায়ক হাসান আজমল ভূঁইয়া (২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী), সদর থানার সাবেক আহ্বায়ক হান্নান মিয়া হান্নু (২৬ নম্বর ওয়ার্ড), বাসন থানার সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন মুসা চৌধুরী (১৭ নম্বর ওয়ার্ড), টঙ্গী পূর্ব থানার সাধারণ সম্পাদক সফিউদ্দিন আহম্মেদ (৩৭ নম্বর ওয়ার্ড), মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ফয়সাল সরকার (১৭ নম্বর ওয়ার্ড); পূবাইল থানা বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম বিকি (৪০ নম্বর ওয়ার্ড), পূবাইল থানার সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন চেয়ারম্যান (৪২ নম্বর ওয়ার্ড), সদর থানার সভাপতি মজিবর সরকার (২৫ নম্বর ওয়ার্ড), সদর থানার সদস্য মাহবুবুর রশিদ খান শিপু (২৪ নম্বর ওয়ার্ড), সদর থানার সদস্য সবদের আহাম্মদ (২২ নম্বর ওয়ার্ড), সদর থানার সদস্য খায়রুল আলম (২৯ নম্বর ওয়ার্ড), সদর থানার সদস্য জি এস মনির (২৯ নম্বর ওয়ার্ড), সদর থানার সদস্য শহিদ (২১ নম্বর ওয়ার্ড), সদর থানার সদস্য তানভির আহমেদ (১৯ নম্বর ওয়ার্ড), সদর থানার সদস্য শাহিন আলম (১৯ নম্বর ওয়ার্ড), সদর থানার সদস্য আনোয়ার সরকার (৩০ নম্বর ওয়ার্ড), সদর থানার সদস্য রফিকুল ইসলাম রাতা (১৬ নম্বর ওয়ার্ড), মহানগর বিএনপির সদস্য আবুল হাশেম (৫৫ নম্বর ওয়ার্ড), টঙ্গী পশ্চিম থানার সদস্য সেলিম হোসেন (৫৫ নম্বর ওয়ার্ড), মহানগর বিএনপির সাবেক সদস্য ফারুক হোসেন খান (৩৫ নম্বর ওয়ার্ড), মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার নুরুন্নাহার (২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড), মহানগর মহিলা দলের সহ-সভাপতি কেয়া শারমিন (৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড), মহানগর মহিলা দলের সদস্য ফিরোজা বেগম (৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ড), টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হাসিনা মমতাজ (৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ড), ১১ নম্বর ওয়ার্ড বিএনপির অ্যাডভোকেট আলম (১১ নম্বর ওয়ার্ড),৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আউয়াল সরকার (৩৭ নম্বর ওয়ার্ড), গাছা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান (৩৪ নম্বর ওয়ার্ড), ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোবারক হোসেন মিলন (৪৯ নম্বর ওয়ার্ড) এবং টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান (৫১ নম্বর ওয়ার্ড)।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:৫৯ এএম | বুধবার, ১৭ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।