| বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
গাইবান্ধায় বালুবোঝাই ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে গাইবান্ধা শহরের ট্রাফিক পুলিশের গোল চত্বরে পুলিশ ক্যাফের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবলের নাম বিপ্লব ইসলাম। তিনি গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কনস্টেবল বাবলু মোটরসাইকেল চালিয়ে পুরাতন জেলা খানার মোড় পুলিশ ক্যাফের সামনে আসেন। এ সময় পলাশবাড়ি থেকে আসা একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক টাকটি সুন্দরগঞ্জ সড়কে পালিয়ে যায়।
এ ব্যাপারে গাইবান্ধা থানায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খুব দুঃখজনক। আমরা ঘাতক ট্রাক ও চালককে আটক করার চেষ্টা করছি।
Posted ৯:০০ এএম | বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।