| শুক্রবার, ১০ মার্চ ২০২৩ | প্রিন্ট | 125 বার পঠিত
টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে অবিস্মরণীয় জয়ের গল্প লিখেছে শান্ত-মুস্তাফিজরা। তবে সাগরিকায় ম্যাচ শেষে এক অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়ে আবারও আলোচনায় এসেছেন বাংলাদেশ ক্রিকেটের বড় পোস্টার বয় সাকিব আল হাসান।
গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে সাকিব একটি ক্লথিং ব্র্যান্ডের প্রচারণায় হাজির হয়েছিলেন। অনুষ্ঠান শেষে ওই প্রতিষ্ঠান থেকে সাকিব যখন বের হয়ে গাড়িতে উঠবেন, তখনই ঘটে এক অপ্রীতিকর ঘটনা। তাকে ঘিরে রাখা ক্রিকেটপ্রেমী ভক্তদের মধ্যে একজন তার মাথায় থাকা ক্যাপ কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
ভক্তের এমন কান্ডে ফুরফুরে মেজাজে থাকা সাকিব হঠাৎই ক্ষিপ্ত হয়ে নিজের মাথার ক্যাপ দিয়ে আঘাত করে বসেন সেই ভক্তকে। পরবর্তীতে ভিড় ঠেলে গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায় দেশসেরা এই অলরাউন্ডারকে।
এর আগে সাকিবের নেতৃত্বে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের স্বাদ পায় স্বাগতিক বাংলাদেশ। সাগরিকায় এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ পায় জস বাটলারের দল। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় টাইগাররা।
প্রথম তিন ওভারে স্কোরবোর্ডে ৩২ রান তুলেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। এরপর পাওয়ার প্লেতে এই দুই ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পরে টাইগাররা। তবে সেই চাপ সামলে বাংলাদেশের ইনিংসকে টেনে নিয়ে যান শান্ত ও অভিষিক্ত হৃদয়। সবশেষ ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় টাইগাররা।
এদিন ইংলিশদের বিপক্ষে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দ্যুতি ছড়িয়েছেন সাকিব। ব্যাট হাতে ২৪ বল খেলে করেছেন ৩৪ রান। আর বল হাতে ২৬ রান দিয়ে নিয়েছেন মূল্যবান একটি উইকেট।
Posted ৩:৪৮ এএম | শুক্রবার, ১০ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।