| রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
ম্যাচ ফি কিংবা পয়েন্ট কেটে নেওয়া কোনো কিছুতেই থামানো যাচ্ছে না স্লো ওভার রেট। প্রায় নিয়মিতই এ কারণে শাস্তি পেতে হচ্ছে ক্রিকেটারদের। গুনতে হচ্ছে জরিমানা। তবে এই স্লো ওভারের মাত্রা যাতে কমে আসে তার জন্য অভিনব এক শাস্তির প্রচলন শুরু করতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ফুটবলের মতো লাল কার্ড চালু করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগটি।
মূলত, ফুটবলে খেলোয়াড় স্বরূপ আচরণের পর কঠিন শাস্তি হিসেবে দেখানো হয় লাল কার্ড। যার ফলে মাঠ থেকে উঠে যেতে হয় ওই ফুটবলারকে। পরে শাস্তির মাত্রা অনুযায়ী ঠিক করা হয় কয় ম্যাচ মাঠে নামতে পারবেন না তিনি কিংবা কী পরিমাণ আর্থিক জরিমানা গুনতে হবে তাকে। সেটিই এবার ক্রিকেটে আনতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। এখন থেকে এই লিগে স্লো ওভার রেটের কারণে ফিল্ডিং করা দলের অধিনায়ককে দেখানো হবে লাল কার্ড, পরে তার সিদ্ধান্ত অনুযায়ী মাঠ থেকে বের হয়ে যেতে হবে একজন ক্রিকেটারকে। সতর্ক করতে একই বিধান রাখা হয়েছে ব্যাটারদের ক্ষেত্রেও।
নতুন এই শাস্তি নিয়ে সিপিএলের টুর্নামেন্ট অপারেশন পরিচালক মাইকেল হল বলেন, ‘ আমরা হতাশ, আমাদের টি-টোয়েন্টি খেলাগুলোও প্রতিবছর দীর্ঘ হয়ে যাচ্ছে। এই ট্রেন্ড বন্ধ করার জন্য, আমরা যা করার তা করতে চাই। খেলাটা চলমান রাখার দায়িত্ব ক্রিকেট সংশ্লিষ্ট সবার। আমরা টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজি ও ম্যাচ অফিসিয়াল সবাইকে তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করেছি। আশা করছি খেলায় শাস্তির ব্যবহার করতে হবে না।’
উল্লেখ্য, চলতি বছরের সিপিএল শুরু হতে যাচ্ছে ১৭ আগস্ট। মেয়েদের টুর্নামেন্ট শুরু হবে ৩১ আগস্ট।
Posted ১১:৫২ এএম | রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।