বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কোহলিকে যথেষ্ট শাস্তি না দেওয়ায় বিশেষজ্ঞদের কাঠগড়ায় আইসিসি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   120 বার পঠিত

কোহলিকে যথেষ্ট শাস্তি না দেওয়ায় বিশেষজ্ঞদের কাঠগড়ায় আইসিসি

মেলবোর্নে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা দেন বিরাট কোহলি। যা নিয়ে গতকাল ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন কোহলি। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররাও কোহলির সমালোচনা করেছেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রিকেটপ্রেমীরা নিন্দা জানান কোহলির আচরণের।

এমন আচরণের পর কোহলির শাস্তিটা নিশ্চিতই ছিল। হয়েছেও তাই। তবে যা ধারণা করা হচ্ছিল তেমন শাস্তি পাননি কোহলি। মাত্র ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে কোহলির। সঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। অথচ, ধারণা করা হচ্ছিল, নূন্যতম ৪ ডিমেরিট পয়েন্ট পাবেন কোহলি। ফলে এক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। সঙ্গে ম্যাচ ফির বড় অংশ কেটে নেওয়া হবে তার।

তবে এসবের কিছুই হয়নি। যে কারণে এবার আইসিসিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা। কোহলিকে এমন শাস্তি দেওয়ায় আইসিসির আইনই প্রশ্নবিদ্ধ বলে মনে করেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা।

মার্ক ওয়াহ ফক্স ক্রিকেটকে বলেন, ‘আপনি কে, তাতে কিছু যায় আসে না। এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য। সে খুবই ভাগ্যবান যে সামান্য শাস্তি পেয়েছে। এটা খুব সহজেই লেভেল টুয়ের আচরণ বিধি ভাঙার মতো অপরাধ হতে পারত। আর্থিক শাস্তি যদি দিতেই হয়, তাহলে কমপক্ষে ৭৫ শতাংশ হওয়া উচিত। ভবিষ্যতে খেলোয়াড় এমনকি দর্শকেরাও বিরুদ্ধ পরিস্থিতিতে এমন কাজ করবেন বেশি করে। এই ধরনের শারীরিত সংঘর্ষ সত্যিই অগ্রহণযোগ্য।’

চ্যানেল সেভেনকে পন্টিং বলেছেন, ‘আমার মনে হয় না শাস্তিটি কড়া হয়েছে। আগেও এমন ঘটনা ঘটেছে এবং সাধারণত ১৫–২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। কিন্তু ঘটনাটি বিস্তারিত চিন্তা করে দেখেন। বছরের এ দিনটিতেই ক্রিকেট দেখেছেন অনেকে। এখন তাঁরা ভাববেন, ব্যাপারটি তো তেমন কিছুই না।’ অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্কের সাংবাদিক টম মরিস আইসিসির দিকে আঙুল তুলে বলেন, ‘আইসিসি কোহলিকে যে শাস্তি দিয়েছে, সেটি বিশ্ব ক্রিকেট ও আইসিসির জন্যই বিব্রতকর।’

Facebook Comments Box

Posted ১১:৩০ এএম | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।