শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কোথায় ভুল করেছি তা নিয়ে আলোচনা করতে হবে: বাবর

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   125 বার পঠিত

কোথায় ভুল করেছি তা নিয়ে আলোচনা করতে হবে: বাবর

দুর্দান্ত বোলিং করলো পাকিস্তান। ভারতকে তারা অলআউট করে ফেললো ১১৯ রানে। নিউইয়র্কের পিচ একটু কঠিন, কিন্তু তবুও পাকিস্তান জিতবে এমন আশাই ছিল বেশি। কিন্তু শেষ অবধি তারা হেরে গেছে ম্যাচটি। পুরো ২০ ওভার খেললেও ‌১১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয় পেয়েছে ভারত। ৪ ওভারে স্রেফ ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে তাতে নায়ক হয়েছেন জাসপ্রিত বুমরাহ। এই ম্যাচ হারের পর বিশ্বকাপের সুপার এইটে খেলা এখন পাকিস্তানের জন্য বেশ কঠিন হয়ে গেছে।

নিজেদের শেষ দুই ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে কেবল জিতলেই হবে না; পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্র অথবা ভারতের দুই ম্যাচেই হারের দিকে। এরপর রান রেটের সমীকরণ তো আছেই। এখন কী পরিকল্পনা হবে পাকিস্তানের?

এ নিয়ে ভারত ম্যাচের পর বাবর আজম বলেন, ‘আমাদের শেষ দুটি ম্যাচ জিততেই হবে, তবে তার আগে আমরা নিজেদের সঙ্গে বসবো এবং ভুলটা কোথায় করেছি সেদিকটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা এখন শেষ দুটি ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি।’

ভারতের বিপক্ষে হার নিয়ে তিনি বলেন, ‘আমরা ভালো বোলিং করেছিলাম। তবে ব্যাটিংয়ের সময়ে আমরা পরপর উইকেট হারিয়েছি আর অনেক ডট বলও খেলেছিলাম। আমাদের খেলার কৌশল ছিল খুবই সহজ, শুধু স্ট্রাইক রোটেশন এবং কিছু বাউন্ডারি মেরে স্বাভাবিক খেলাটাকে ধরে রাখা। কিন্তু সেই সময়ে আমরা অনেক বেশি ডট বল খেলেছি। টেলেন্ডার ব্যাটারদের কাছ থেকে খুব বেশি আশা করা যায় না।’

‘আমাদের মনটা ছিল ব্যাটিংয়ের দিকে, আমরা চেয়েছিলাম ব্যাটিংয়ের সময়ে শুরুর দিকের ওভারগুলোকে সবচেয়ে বেশি ব্যবহার করতে। কিন্তু এক উইকেট পড়ে যাওয়ার পর আবারও আমরা প্রথম ছয় ওভারে ভালো পারফর্ম করতে পারিনি। পিচটা ভালো মনে হচ্ছিল। বল ব্যাটে ভালো আসছিল। একটু স্লো ছিল এবং কিছু বল অতিরিক্ত বাউন্স করছিল।

 

Facebook Comments Box

Posted ৪:৪৬ এএম | সোমবার, ১০ জুন ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।