বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কে হচ্ছেন চেলসির পরবর্তী কোচ ?

  |   মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   24 বার পঠিত

কে হচ্ছেন চেলসির পরবর্তী কোচ ?

চেলসিতে গ্রাহাম পটারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা না। কোচ ছাঁটাইয়ে সিদ্ধহস্ত ইংলিশ ক্লাবটির ডাগআউটে গত শনিবার ১১তম হারের পরই খড়্গ নেমে আসে পটারের কাঁধে। ছাঁটাই করা হয়েছে তাঁকে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে—চেলসির পরবর্তী কোচ কে?

দলবদলের বাজার নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জোর দিয়ে ইউলিয়ান নাগলসমানের সম্ভাবনার কথা বলেছেন। গত ২৪ মার্চ নাগলসমানকে কোচ পদ থেকে ছাঁটাই করে বায়ার্ন মিউনিখ। এর পর থেকেই বেকার জার্মান কোচ। নিজের ইউটিউব চ্যানেলে রোমানো দাবি করেন, ‘চেলসির ভেতরে নাগলসমান জনপ্রিয় ব্যক্তিত্ব। বিশেষ করে চেলসির টেকনিক্যাল ডিরেক্টর ক্রিস্টোফার ভিভেল তাকে খুব পছন্দ করেন। তাই নাগলসমানকে বেছে নেওয়ার সুযোগ থাকছে চেলসির। ভেতরে–ভেতরে এ নিয়ে আলাপও চলছে, কয়েকটি প্রস্তাবও গেছে (চেলসি থেকে নাগলসমানের কাছে)।’

রোমানোর পর্যবেক্ষণ হচ্ছে, ‘নাগলসমানের পক্ষ থেকে এখন (চেলসির) পরিস্থিতি ভাবা হচ্ছে। কোচ কেমন বোধ করছেন, সেটাও গুরুত্বপূর্ণ। বায়ার্নে ছাঁটাই হওয়ার পর এমনিতেই খুব হতাশার মধ্যে আছেন নাগলসমান। চেলসিও বোঝার চেষ্টা করছে এই মুহূর্তে কেমন মানসিকতার মধ্য দিয়ে যাচ্ছেন নাগলসমান। তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব নেওয়ার মতো পরিস্থিতিতে আছেন কি না, নাকি মৌসুম শেষে পারবেন—সেসবও ভাবছে চেলসি। কিন্তু চেলসি তাকে এখনই পাওয়ার চেষ্টা করবে। দেখা যাক, নাগলসমান এখন কী করেন। তবে এটা নিশ্চিত, চেলসির পছন্দের তালিকায় নাগলসমান সবার ওপরে।’

তবে পরিস্থিতি বিশ্লেষণ করে রোমানো বলেছেন, ‘নাগলসমান কিন্তু বায়ার্নে এখনো চুক্তির অধীনে আছেন। হ্যাঁ, বায়ার্ন তাকে ছাঁটাই করেছে কিন্তু চুক্তি বাতিল নিয়ে এখনো দুই পক্ষের সমঝোতা হয়নি। তাই চুক্তির মেয়াদ এখনো আছে, সেটা ২০২৬ পর্যন্ত। তাই নাগলসমান যদি চেলসির প্রস্তাবে রাজি হন, তাহলে তাদের বায়ার্নের সঙ্গেও সমঝোতা কিংবা ক্ষতিপূরণের বিষয়টি চূড়ান্ত করবে হবে। চেলসির নাগলসমান ইস্যুতে এই বিষয়টি গুরুত্বপূর্ণ।’

Facebook Comments Box

Posted ২:২৯ এএম | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।