| শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 35 বার পঠিত
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দাউদকান্দির রায়পুর দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে কুমিল্লাগামী মিয়ামী পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হন। তবে কেউ মারা যাননি। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের উদ্ধার তৎপরতায় যান চলাচল স্বাভাবিক আছে। আহত যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ৩:১৬ এএম | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।