| বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
বিরাট কোহলির ইতিহাসগড়া সেঞ্চুরির পর মোহাম্মদ শামির রেকর্ডগড়া বোলিংয়ে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে এক যুগ পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত।
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে কোহলি (১১৭) ও শ্রেয়াস আয়ারের (১০৬) শতকে চার উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়েছিল স্বাগতিকরা। জবাবে ড্যারিল মিচেলের (১৩৪) সেঞ্চুরি ও অধিনায়ক কেইন উইলিয়ামসের (৬৯) ফিফটির পরও ৩২৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের প্রথম বোলার হিসাবে বিশ্বকাপে ৫০ উইকেটের মাইলফলক ছোঁয়া শামি ৫৭ রানে নেন সাত উইকেট। বিশ্বকাপে এক ম্যাচে সাত উইকেট নেওয়া পঞ্চম বোলার শামি। এবারের আসরে ছয় ম্যাচে ২৩ উইকেট নিয়ে তিনিই এখন সর্বোচ্চ উইকেট শিকারি।
Posted ৫:৪১ এএম | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।