| মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
কানাডার উত্তর কুইবেকের আমকোই শহরে পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন পথচারী নিহত ও ৯ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার (১৩ মার্চ) বিকাল ৩টার দিকে ভ্যানের ধাক্কায় পথচারীদের হতাহতের বিষয়ে জানতে পারেন তারা। এ ঘটনায় ৩৮ বছর বয়সী ওই গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ দুর্ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো কি না তা যাচাই করতে তদন্ত চলছে। খবর: বিবিসির।
নিহত দুইজনের মধ্যে একজনের বয়স ৬০, অন্যজনের ৭০ বছর বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আহতদের মধ্যে শিশুও রয়েছে যারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। একজন প্রতক্ষ্যদর্শী জানান, তিনি ওই চালককে পথচারীদের কাছাকাছি এসে গাড়ির গতিবেগ বাড়াতে দেখেছেন।
কুইবেক সরকার প্রধান ফ্রাঁসোয়া লেগল্ট এ ঘটনাকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। গত ফেব্রুয়ারিতেও একটি ব্যস্ত ডে কেয়ার সেন্টারে বাসচাপায় দুই শিশু নিহত হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়। ওই ঘটনায় চালকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ আনা হয়।
Posted ১১:০৪ এএম | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।