| সোমবার, ২৭ মার্চ ২০২৩ | প্রিন্ট | 35 বার পঠিত
কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক করা হয়েছে নিতিশ রানাকে। তাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার পিঠের চোটে টুর্নামেন্টের প্রথম ভাগে মাঠের বাইরে থাকবেন।
আইয়ারের বদলে অধিনায়কের দৌড়ে নিতিশের সঙ্গে ছিলেন সুনীল নারিন। সৈয়দ মুলতাক আলী ট্রফির ১২ টি-েটোয়েন্টিতে নিজ রাজ্য দিল্লির নেতৃত্বে ছিলেন নিতিশ। তার অধীনে আট জয় ও চারটিতে ড্র করেছিল দিল্লি। ২৯ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটারকে ২০১৮ মৌসুমের আগে কিনেছিল কলকাতা। তারপর থেকে দলটির সঙ্গেই আছেন।
সব মিলিয়ে কলকাতার হয়ে ৭৪ ম্যাচ খেলে ১৩৫.৬১ স্ট্রাইক রেটে ১৭৪৪ রান করেছেন নিতিশ। গত মৌসুমে দলের দ্বিতীয় শীর্ষ ব্যাটার ছিলেন তিনি। ১৪৩.৮২ স্ট্রাইক রেটে করেন ৩৬১ রান। যদিও তার দল লিগের সপ্তম স্থানে থেকে আইপিএল শেষ করে।
Posted ২:২৩ পিএম | সোমবার, ২৭ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।