| রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
কৃষ্ ঞ সাগরের তীরে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওডেসাতে একটি অত্যাধিক চাপে থাকা বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লেগে যায়। এতে করে ওই এলাকার প্রায় ৫ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এদিকে, শনিবার ওডেসার তাপমাত্রা নেমে ২ ডিগ্রি সেলসিয়াসে (৩৫,৬ ডিগ্রি ফারেনহােইট) দাঁড়িয়েছে এবং সপ্তাহের পরের দিকে বেশির ভাগ সময় তা আরও নীচে নেমে গিয়ে ঠান্ডা পড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। বৈদ্যুতিক এই উপকেন্দ্রটি এর আগেও একাধিকবার রুশ ক্ষেপনাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।
কর্মকর্তারা সতর্ক করেছেন যে সাবস্টেশনটি মেরামত করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তবে সরকার বলেছে, তারা সাহায্যের জন্য তুরস্কের কাছে আবেদন করবে।
স্টেট গ্রিড অপারেটরের সিইও ভলোদিমির কুদ্রিতস্কি বলেছেন, রাশিয়ান ক্ষেপনাস্ত্র হামলায় বেশ কয়েকবার সাবস্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলি যখন ‘লোড সহ্য করতে’ পারে না, তখনই আগুনে ফেটে যায়।
তিনি বলেন, রাশিয়ার আর কোন ক্ষেপনাস্ত্র বা ড্রোন হামলা পরিস্থিতি আরও বেশি খারাপ করে দিতে পারে। বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতির জন্য আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব।
এদিকে ওডেশা অঞ্চলে বৈদ্যুতিক সাবস্টেশনে দুর্ঘটনার বিষয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল টেলিগ্রামে লিখেছেন, ‘পরিস্থিতি কঠিন, দুর্ঘটনার মাত্রা গুলুতর। দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা অসম্ভব, বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে।’
অক্টোবর থেকে রুশ বাহিনী জ্বালানি অবকাঠামোতে ব্যাপক ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। মস্কো বলছে, ইউক্রেনের যুদ্ধ করার ক্ষমতা হ্রাস করতেই সেখানে অভিযান চালানো হয়েছে। তবে কিয়েভ বলেছে, তাদের (রাশিয়ার) কোনো সামরিক উদ্দেশ্য নেই, বেসামরিক মানুষকে আঘাত করাই তাদের উদ্দেশ্য।
Posted ৪:১৪ এএম | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।