শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল ভারত

  |   সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   26 বার পঠিত

এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল ভারত

মোহাম্মদ সিরাজ ও হার্দিক পান্ডিয়ার দুর্বার বোলিংয়ে কাজটা সহজ করে রেখেছিল ভারত। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে আটকে দিয়েছিল অল্পতেই। ভারতীয় পেস তোপ সামলে ৫০ রানের বেশি তুলতে পারেনি লঙ্কান ব্যাটাররা। আর ভারত তো তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে স্বাগতিকদের। শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ৮ম শিরোপা জিতল রোহিত শর্মারা।

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু তাদের স্বপ্নটা সত্যি হলো না। আর দীর্ঘদিন ধরে বহুজাতিক টুর্নামেন্টে শিরোপা খরায় ভুগছিল ভারত। অবশেষে সেই অপূর্ণতা ঘোচাল তারা। ২০১৮ সালের পর এই প্রথম বহু জাতিক কোনো টুর্নামেন্টে শিরোপা জিতেছে তারা। আগের শিরোপা ভারত জিতেছিল এশিয়া কাপে। ফাইনালে বাংলাদেশকে কাঁদিয়ে সেরা হয়েছিল তারা। পাঁচ বছরের বিরতি দিয়ে ফের ভারত শিরোপা জিতল সেই এশিয়ার কাপেই।

কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে গেছে ভারত। আর মাথার ওপর শিরোপা উঁচিয়ে ধরতে তাদের লেগেছে মাত্র ৬.১ ওভার। মানে মাত্র ৩৭ বলেই ৫১ রান তুলে শ্রীলঙ্কা জয় করে ফেলেছে ভারত। ওপেনার শাবমান গিল ২৭* আর ইশান কৃষাণ ২৩* রানে অপরাজিত থেকে দলকে উপহার দেন শিরোপা। নিজেদের মাঠে ব্যাটারদের সঙ্গে ব্যর্থ লঙ্কান বোলাররাও। একটি উইকেটও নিতে পারেননি শানাকা বাহিনী।

টস হেরে বল হাতে মাঠে নামতেই যেন তেতে উঠেন মোহাম্মদ সিরাজ। লঙ্কান ব্যাটিং লাইন-আপে চালিয়ে যান বোলিং ধ্বংসযজ্ঞ। ৭ ওভারে ২১ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট। সিরাজের ওয়ানডে ক্যারিয়ারের তো বটেই। এশিয়া কাপে সেরা বোলিং ফিগার এটি। তার রসঙ্গে শেস দিকে আগুনে বোলিং করেন হার্দিক পান্ডিয়াও। ২.২ ওভারে ৩ রান নিয়ে পকেটে পুরেন ৩ উইকেট।

লঙ্কান ব্যাটিং লাইন-আপের ধসের শুরু অবশ্য হয়েছিল জাসপ্রিত বুমরাহর হাত ধরে। কুশল পেরেরাকে হারিয়ে যে পথ দেখিয়ে দেন তিনি। তার দেখানো পথে হেঁটে সিরাজ লণ্ডভণ্ড করে দেন লঙ্কানদের। পরের ৬ উইকেটই নিজের করে নেন তারকা এ পেসার। তার বোলিং দাপটে কেউ দাঁড়াতেই পারেনি। শ্রীলঙ্কার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ১৭ রানের। যেটা এসেছে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন দুশান হেমন্ত । ১৩* রানে অপরাজিত থেকে যান। বাকিরা থেকে যান সিঙ্গেল ডিজিটে। আর দল ১৫.২ ওভারে গুটিয়ে যায় ৫০ রানে। তার মানে ২১.৩ ওভারেই হাওয়া ফাইনালের রোমাঞ্চ।

২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা। নিজেদের লজ্জার সেই রেকর্ড অবশ্য এড়িয়ে গেছে তারা। ওয়ানডে ফরমেটের এশিয়া কাপে সর্বনিম্ন রানের অনাকাঙ্ক্ষিত রেকর্ডটা ঠিকই করে ফেলেছে দাসুন শানাকার দল।

Facebook Comments Box

Posted ৯:০৪ এএম | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।