| রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 32 বার পঠিত
প্রথমবারের মতো এশিয়ান গেমসে ক্রিকেট খেলতে যাচ্ছে ভারত। এই প্রতিযোগিতায় ছেলেদের দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ভিভিএস লক্ষ্মণকে। এ ছাড়া নারী দলের ভারপ্রাপ্ত কোচ করা হয়েছে আরেক সাবেক ক্রিকেটার হৃষিকেশ কানিতকারকে।
এবারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনের হাংঝুতে, ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। ২০১৮ এশিয়ান গেমসে ক্রিকেটের ইভেন্ট ছিল না। এবার ছেলেদের বিভাগে ১৫টি এবং মেয়েদের বিভাগে ৯টি দল অংশ নিচ্ছে।
ভারতের ১৫ সদস্যের দল সাজানো হয়েছে তরুণ ক্রিকেটারদের নিয়েই। এই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে রুতুরাজ গাইকোয়াড়কে। দলে রাখা হয়েছে যশস্বী জয়সোয়াল, আর্শদীপ সিং, রিংকু সিং, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দরের মতো উঠতি তারকাদের। যারা ভারতের টি–টোয়েন্টি দলের নিয়মিত সদস্য।
ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে ভিভিএস লক্ষ্মণকে প্রধান কোচ এবং সহকারী ও বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার সাইরাজ বাহুতুলেকে। এছাড়া ফিল্ডিং কোচের দায়িত্ব দেয়াও হয়েছে মুনিষ বালীকে।
এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে, শেষ হবে ৭ অক্টোবর ফাইনাল দিয়ে। মেয়েদের ক্রিকেট ইভেন্ট ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৫ সেপ্টেম্বর।
এশিয়ান গেমসে ভারতের টি-টোয়েন্টি দল: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যাশাসবি জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণই, আভেশ খান, আর্শদিপ সিং, মুকেশ কুমার, শিভাম মাভি, শিভাম দুবে, প্রাভসিমরান সিং।
Posted ৩:২৩ পিএম | রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।