শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এইচএসসি’র ফল প্রকাশ ৭-৯ ফেব্রুয়ারি

  |   শনিবার, ২১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   29 বার পঠিত

এইচএসসি’র ফল প্রকাশ ৭-৯ ফেব্রুয়ারি

এইচএসসি পরীক্ষার ২০২২ সালের ফল প্রকাশের সম্ভব্য তারিখ আগামী ৭-৯ ফেব্রুয়ারি। আন্ত:সমন্বয়ক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই সময়ের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছে। তবে কোন তারিখে ফলাফল প্রকাশ হবে, সেটি নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। প্রচলিত প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে থাকেন।

সম্প্রতি কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছেন, আগামী ৭-৯ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়া হয়। আগের শিক্ষাবর্ষের মত সিলেবাসও ছিল সংক্ষিপ্ত।

পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের রীতি মেনে চলে শিক্ষাবোর্ডগুলো। সেই হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি এ সময়সীমা শেষ হতে যাচ্ছে।

প্রতি বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারি ও বন্যার কারণে সময় বদলে গত ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়।

Facebook Comments Box

Posted ১:৫৫ এএম | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।