শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

উদ্বেগ উৎকণ্ঠা শনাক্ত করবে রোবট

  |   শনিবার, ১১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   46 বার পঠিত

উদ্বেগ উৎকণ্ঠা শনাক্ত করবে রোবট

মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা বুঝতে সক্ষম একটি আল্ট্রা রিয়েলিস্টিক এআই রোবট তৈরি করেছেন এআই লাইফের প্লাস্টিক সার্জন ড. স্যাম খোজে এবং ইউনিভার্সিটি অব ওসাকার কারিগরি উপদেষ্টা অধ্যাপক হিরোশি ইশিগুরো। এই দুই  নির্মাতার দাবি, রোবটটি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ও অতিবাস্তব।  ১২০টির বেশি ভাষায় যোগাযোগ করতে পারে। নাম-জোজে।

গবেষকদের দাবি, জোজের অ্যাডভান্সড ফেস অ্যাকচুয়েটরস আছে। ফলে রোবটটি যেকোনো বিষয়ের কথোপকথনে অংশ নিতে পারে, বয়স শনাক্ত করতে পারে, শরীরের ভাষা বুঝতে পারে এবং কেউ উদ্বিগ্ন থাকলে তা শনাক্ত করতে পারে। এছাড়া এআইয়ের এ রোবটের সামাজিক যোগাযোগ দক্ষতা ছাড়াও দীর্ঘমেয়াদি মেমোরি ও গন্ধ শনাক্তের সক্ষমতাও রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের একজন প্রভাবকের ওপর ভিত্তি করে রোবটটির চরিত্র নির্ধারণ করা হয়েছে। এমনকি জোজের ডিজাইনও অনেকটা মানবদেহের মতো। যোগাযোগের সময় রোবটটি হাতও নাড়াতে পারে।

ড. খোজে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দুজন মানুষের মধ্যে যেভাবে কথোপকথন হয় তার ওপর ভিত্তি করে জোজেকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। রোবটটির ক্যামেরায় যে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেখানে জোজের সক্ষমতা শেষ নয়। জোজে যেখানে থাকবে সেখানে যদি কেউ অপরাধ করে সেটিও শনাক্ত করতে পারবে। এর মাধ্যমে রোবটটির সক্ষমতার বিষয়ে অন্য রকম একটি আভাস পাওয়া যায়। সাংবদিকদের সঙ্গে আলাপকালে জোজে বলেছে, আমি একটি জীবন্ত প্রাণী। কেননা আমি চলাচলে সক্ষম। সে সময় সাংবাদিকদের মধ্যকার অস্বস্তির বিষয়টিও শনাক্ত করে রোবটটি। এরপর উদ্বিগ্ন হওয়ার কারণও জানতে চায় জোজে। মূলত জোজে রোবটটি এআই ও রোবটিকসের একটি বিস্ময়কর কৃতিত্ব, যা সামাজিক যোগাযোগ, মানুষের সঙ্গে মেশার পাশাপাশি আবেগ শনাক্ত করতে পারে এবং সম্ভবত বেআইনি কার্যকলাপও বুঝতে পারে। তবে এআইয়ের অগ্রগতির সঙ্গে জোজেসহ অন্যান্য রোবটের বিকাশ পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া দৈনন্দিন জীবনে রোবট ব্যবহার কতটা আকর্ষণীয় হবে সেটিও যাচাই করতে হবে। অন্যদিকে এআই প্রযুক্তির যথাযথ ব্যবহার, বিকাশ ও উপকারিতার দিকটি নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

Posted ১১:৫৫ পিএম | শনিবার, ১১ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইমেইল শিডিউল
(89 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।