| বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ৭ এপ্রিল সকাল থেকে সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ১৬ এপ্রিল পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়া হবে।
তিনি বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া থেকে বেশি নেওয়া যাবে না। টিকিট কালোবাজারি হবে না। কারণ বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবে। এ ছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।
Posted ২:২৬ এএম | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।