| শুক্রবার, ২৬ মে ২০২৩ | প্রিন্ট | 31 বার পঠিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েক শ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এতে জড়িত থাকার অপরাধে পিটিআইয়ের শীর্ষ নেতাসহ অনেককে গ্রেপ্তার করা হয়। চলমান বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে অভিযুক্তরা পালিয়ে যেতে পারেন, এমন শঙ্কায় এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে পাকিস্তান সরকারের কয়েকটি সূত্র দাবি করেছে।
শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) দেশটির সব স্থল, বিমানবন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের তালিকা পাঠায়।
সংস্থাটির একটি সূত্র জানায়, এ প্রক্রিয়া কোনো বিরল ঘটনা নয়। অভিযুক্ত ব্যক্তিদের পলায়ন রোধে প্রত্যেক মামলায় এমন চর্চা রয়েছে।
এদিকে ইমরান খান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে টুইট বার্তা দেন।
তিনি লিখেন, ‘আমার নাম তালিকায় রাখায় সরকারকে ধন্যবাদ। বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই। কারণ, দেশের বাইরে আমার কোনো সম্পদ, ব্যবসা বা ব্যাংক অ্যাকাউন্ট নেই।’
Posted ১:৫৩ পিএম | শুক্রবার, ২৬ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।