| বুধবার, ১৫ মার্চ ২০২৩ | প্রিন্ট | 32 বার পঠিত
নিষেধাজ্ঞা তুুলে নেওয়ার এক মাস পর আবারও বান্দরবানের তিন উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার সন্ধ্যায় জেলার রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। তার সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বান্দরবান জেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমন সংক্রান্ত ১০ ফেব্রুয়ারি ২০২৩ জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার মধ্যে রোয়াংছড়ি-রুমা ও থানচি উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় আগের মতো পর্যটকরা ভ্রমণ করতে পারবে।
এর আগে, বান্দরবানের রোয়াংছড়ি-রুমা উপজেলার দুর্গম এলাকা গুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৭ অক্টোবর রোয়াংছড়ি-রুমা উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।
গত ১২ মার্চ জেলার রোয়াংছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) গুলিতে সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন নিহত ও আরও ২ সেনাসদস্য গুলিবিদ্ধ হয়।
এ ঘটনার পর জামায়াতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ নেতাসহ ৯ সদস্য গ্রেফতার হয়।
এর পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
Posted ২:৫২ পিএম | বুধবার, ১৫ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।