| বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
আবারও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সাল পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি থাকবেন তিনি।
আজ বৃহস্পতিবার রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফার ৭৩ তম কংগ্রেস থেকে এই ঘোষণা আসে। কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন ৫২ বছর বয়সী ইনফান্তিনো।
২০১৬ সালে সেপ ব্লাটারকে দুর্নীতির অভিযোগে সরিয়ে দেয়া হলে তাঁর স্থলাভিষিক্ত হন ইনফান্তিনো। ওইসময় তিনি ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ উয়েফার সেক্রেটারি জেনারেল ছিলেন। এরপর ২০১৯ সালের জুনে আবার ফিফার সভাপতি নির্বাচিত হন।
দায়িত্ব পেয়ে ইনফান্তিনো নজর দেন ফুটবলের পরিধি আরও বিস্তৃত করার দিকে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বকাপে অংশকারী দলের সংখ্যা বাড়াবেন। ২০২৬ বিশ্বকাপ থেকে ৪৮ দলের অংশগ্রহণ বার্তা দিচ্ছে-নিজের কথা রেখেছেন তিনি। একই সঙ্গে চলতি বছর জুনে হতে যাওয়া নারী বিশ্বকাপে প্রথমবার অংশ নিতে চলেছে ৩২ দল।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ফিফা প্রধানের দায়িত্ব পেলেন ইতালি ও সুইজারল্যান্ডের দ্বৈত নাগরিকত্বধারী ইনফান্তিনো। আজ শুধু আনুষ্ঠানিকতাটুকু সম্পন্ন হয়েছে।
আরও একবার ফিফার সভাপতির দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইনফান্তিনো বলেছেন, ‘আমি সবাইকে ভালোবাসি। যারা আমাকে ভালোবাসে, আমি জানি এ সংখ্যা অনেক বেশি। আর যারা আমাকে ঘৃণা করে, তাদেরও। যদিও আমি জানি যে এ সংখ্যা অনেক কম।’
Posted ২:৩২ পিএম | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।