| শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার সবচেয়ে গরিব ছয়টা দেশকে বিনামূল্যে শস্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এসব দেশে রুশ শস্য পৌঁছবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সেন্ট পিটার্সবুর্গে রাশিয়া-আফ্রিকার শীর্ষ সম্মেলনে পুতিন এই ঘোষণা দেন। সম্মেলনে ৪০টার বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ও শীর্ষ কর্মকর্তারা যোগ দিয়েছেন।
পুতিন বলেন, ’আফ্রিকার সবচেয়ে গরিব কিছু দেশকে আমরা বিনামূল্যে শস্য দেব। প্রাথমিকভাবে বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও ইরিত্রিয়া এই সহায়তা পাবে। প্রতিটা দেশকে ২৫ থেকে ৫০ টন শস্য দেওয়া হবে। এসব শস্যের পরিবহন ব্যয়ও রাশিয়া বহন করবে।’
আন্তর্জাতিক বাজারের মোট গমের প্রায় ২০ শতাংশ রপ্তানি করে রাশিয়া। ইউক্রেন করে ৫ শতাংশের কম।
আফ্রিকার উল্লিখিত দেশগুলোয় রাশিয়া কী কী শস্য পাঠাবে, তা নিশ্চিত হওয়া যায়নি। গমের বাইরে রাশিয়ায় বিপুল পরিমাণ যব উৎপাদন হয়।
২০২২ সালে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার করা কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ গত সপ্তাহে শেষ। জাতিসংঘ ও তুরস্ক চুক্তিটা করতে মধ্যস্থতা করে। চুক্তিটা করায় যুদ্ধকালে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানির সুযোগ পায় ইউক্রেন।
গত সপ্তাহে চুক্তিটার মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন করতে রাজি হয়নি রাশিয়া। কারণ চুক্তিটা যে উদ্দেশ্যে করা হয়েছিল, তা পূরণ হচ্ছিল না বলে অভিযোগ করে মস্কো।
বৃহস্পতিবার বক্তৃতায় পুতিন বলেন, ’আফ্রিকা ও এশিয়ার গরিব দেশে শস্য সরবরাহ করতেই চুক্তিটা করা হয়েছিল। কিন্তু চুক্তিটাকে মুনাফা অর্জনের জন্যই ব্যবহার করেছে ইউক্রেন। তারা গরিব দেশের পরিবর্তে ইউরোপের উন্নত দেশে শস্য রপ্তানি করতে শুরু করে।’
তা ছাড়া চুক্তির শর্ত অনুযায়ী, রাশিয়ার খাদ্য ও সার রপ্তানি থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি পশ্চিমারা। ফলে ইউরোপের বন্দরে বন্দরে রাশিয়ার প্রায় ২ লাখ ৬২ হাজার টন সার আটকে আছে। বিশ্বের বিভিন্ন গরিব দেশকে বিনামূল্যে রাশিয়া এসব সার সরবরাহ করতে চেয়েছিল বলেও জানান পুতিন।
Posted ৫:০৯ এএম | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।