| শনিবার, ০৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
আফগানিস্তানের সাথে রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। আফগানদের দেয়া ৩৩২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে যায় লিটন বাহিনী। ১৪২ রানের বড় ব্যবধানে হারের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো আফগানরা।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বল হাতে তুলে নেন লিটন দাস। দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজরে জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে তোলে আফগানিস্তান। ৯ উইকেট হারিয়ে লিটনদের ৩৩২ রানের লক্ষ্য দিয়েছিল হাশমতউল্লাহ শাহিদিরা।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ১৮৯ রানে। স্কোরবোর্ডে ৭২ রান ওঠতেই ৬ উইকেট হারায়। সাজঘরে ফিরে যান লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান ও আফিফ হোসেন।
১৫ বলে ১৩ রান করতে পেরেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক, আর শান্ত করেন ১ রান। নাঈম শেখ বোল্ড হন ২১ বলে ৯ রান করে। সাকিবের ব্যাট থেকে এসেছে ২৫, হৃদয় করেন ১৬। প্রথম বলেই আউট হন আফিফ হোসেন।
৬ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে ৮৭ রানের জুটি গড়েন তারা। ৪৮ বলে ২৫ রানে মিরাজ আউট হলে ভাঙ্গে সেই জুটি। হাসান মাহমুদ ফিরেন ৪ রানে। একাই লড়াই চালিয়ে যাওয়া মুশফিক থামেন দলীয় ১৮৯ রানে।
অন্যদিকে ইনজুরিতে পড়া এবাদত হোসেন আর নামতে পারেননি ব্যাটিংয়ে, ফলে সেখানেই থামে বাংলাদেশের ইনিংস।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে হারের পর দ্বিতীয় ওয়ানডেতেও বড় হার নিয়ে মাঠ ছাড়লো টাইগাররা।
Posted ৫:৪১ পিএম | শনিবার, ০৮ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।