| শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করল লখনৌ সুপার জায়ান্টস। মাত্র ৬ রানের জন্য লখনৌ ভাঙতে পারল না আইপিএলের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। পাঞ্জাব কিংসের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৫৭ রানে থেমেছে লখনৌ সুপার জায়ান্টস। এতে ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর গড়া ৫ উইকেটে ২৬৩ রানের রেকর্ডটি অক্ষুন্ন রয়ে গেছে। তবে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড নিজেদের করে নিয়েছে লখনৌ।
শুরুটা করেছিলেন কাইল মায়ার্স, শেষ করলেন নিকোলাস পুরান। মাঝে ঝড় তুললেন মার্কাস স্টয়নিস। লোকেশ রাহুল ৯ বলে ১২ রানে আউট হলেও আরেক ওপেনার কাইল মায়ার্স ২৪ বলে ৫৪ রান করেন ৭ চার ও ৪ ছক্কায়। তিন নম্বরে নেমে আয়ুষ বাদোনি ২৪ বলে ৪৩ রান করেন। চারে নামা স্টয়নিস করেন সর্বোচ্চ ৭২ রান। ৪০ বলে ৬ চার ও ৫ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। পাঁচে নেমে পুরান অপরাজিত ১৯ বলে ৪৫ রান করেন। এর সুবাদে ৫ উইকেটে ২৫৭ রান তুলে লখনৌ।
প্রতিপক্ষের ব্যাটিং ঝড়ের মাঝে দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে ২৯ রান দেন লেগ স্পিনার রাহুল চাহার। সর্বোচ্চ ২ উইকেট নিতে কাগিসো রাবাদার খরচ ৫২ রান। আর্শদিপ সিং ৫৪ রান দিয়ে নেন এক উইকেট।
আইপিএলে এত দিন সর্বাধিক রানের রেকর্ড যেমন ব্যাঙ্গালুরু ছিল, তেমনই দ্বিতীয় স্থানেও ছিল তারাই। কিন্তু এদিন সেই জায়গা হাতছাড়া হল তাদের।
Posted ১২:৩৯ এএম | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।