শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অর্থনেতিক ও সামাজিক দিক থেকে বিশ্বের প্রথম সারিতে ভারত, মোদির দাবিকে মান্যতা রাষ্ট্রপতির

  |   বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   27 বার পঠিত

অর্থনেতিক ও সামাজিক দিক থেকে বিশ্বের প্রথম সারিতে ভারত, মোদির দাবিকে মান্যতা রাষ্ট্রপতির

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে মোদির ভারতের ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অর্থনেতিক ও সামাজিক দিক থেকে দেশ আজ বিশ্বের প্রথমসারিতে, ভাষণে দাবি রাষ্ট্রপতির। দ্রৌপদী মুর্মুর দাবি, আজকের ভারত নিয়ে প্রত্যেক নাগরিকের গর্বিত হওয়ার কোনও না কোনও কারণ আছে।

বস্তুত, এদিন সরকারের লিখে দেওয়া বক্তব্য যেন পাঠ করেছেন রাষ্ট্রপতি। সেই আত্মনির্ভর ভারত। সেই বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচির, ঘুরেফিরে এলো করোনা মোকাবিলায় সরকারের সাফল্য ও ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) সফলতা। অর্থনেতিক দিক থেক বিশ্বের প্রথম সারির দেশগুলোর সঙ্গে ভারতের মাথা উচুঁ করে পাল্লা দেওয়ার দাবি। সেইসঙ্গে দাবি করলেন আজ আর দেশের কোনও মানুষকে ভুখা পেটে থাকতে হয় না। যা কার্যত দাবি করেন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। দ্রৌপদী মুর্মুর দাবি, অর্থনীতিতে ভারত আজ বিশ্বের প্রথমসারির দেশগুলোর মধ্যে অন্যতম। করোনার সময় আত্মনির্ভর ভারত গড়ে তোলার যে প্রয়াস নেওয়া হয়েছিল, তারই ফল পাচ্ছে ভারত।

প্রথা অনুযায়ী প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি। এবারই প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। তাই দ্রৌপদী কী বলেন, সেইদিকে নজর ছিল দেশবাসীর। বক্তৃতার শুরুতেই গত কয়েকবছরে অর্থনৈতিক ক্ষেত্রে দেশ কতখানি এগিয়েছে সেই প্রসঙ্গ উত্থাপন করেন রাষ্ট্রপতি। অথচ ভাষণে আদিবাসীদের প্রসঙ্গে কয়েক লাইন বললেও সংখ্যালঘুদের বিষয় এড়িয়ে যান। এই সরকারের সময় আদিবাসী জনজাতিরা শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। আর্থিকভাবেও স্বনির্ভর হচ্ছে বলে মনে করেন রাষ্ট্রপতি।

Facebook Comments Box

Posted ৩:৪৭ পিএম | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।