| শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 111 বার পঠিত
দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
গতকাল সন্ধ্যায় সীমান্তের ২৮৫ এর ২৫ সাব সীমানা পিলারের পাশে ভারতের হিলি থানার কুন্ডুপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সাহাবুল হোসেন বাবু (২৪) হাকিমপুরের ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।
জয়পুরহাট-২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম সীমান্তে গুলিতে একজন নিহতের তথ্য নিশ্চিত করেন।
বিজিবির অধিনায়ক রফিকুল জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবক ভারতের ৩০০ গজ ভেতরে প্রবেশ করলে বিএসএফ দুটি গুলি করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।
শিগগিরই এ বিষয়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
Posted ১০:১৮ এএম | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।