মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মাতৃভাষা পদক পেলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

  |   বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   19 বার পঠিত

মাতৃভাষা পদক পেলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

বেদে জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় মাতৃভাষা ‘ঠার’ সংগ্রহে অবদান রাখায় আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ পেয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি ও ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দেন।

আন্তর্জাতিক মাতৃভাষা পদক বাংলাদেশের একটি বেসামরিক পুরস্কার। বিশ্বজুড়ে মাতৃভাষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২১২১ সাল থেকে এই পদক দেয়া শুরু হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সরকার পদকটি প্রবর্তন করে। এবার হাবিবুর রহমান ছাড়াও গবেষক ড. রনজিত সিংহ, ভারতের ড. মাহেন্দ্র কুমার মিশ্র ও কানাডার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অ্যাসোসিয়েশনকে এই পুরস্কার দেওয়া হয়।

বেদে জনগোষ্ঠীর ‘ঠার’ ভাষার কোনো বর্ণ বা লিপি নেই। মূলত এটি কথ্য ভাষা। যা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। ভাষা বিজ্ঞানীদের মতে, ১৬৩৮ সালে শরণার্থী আরাকানরাজ বলালরাজের সঙ্গে মনতং জাতির যে ক্ষুদ্র অংশে বাংলাদেশে প্রবেশ করে তাদের ভাষার নাম ‘ঠার’ বা ‘ঠেট’ বা ‘থেক’ ভাষা। সেই রহস্যময় ‘ঠার’ ভাষা নিয়ে আট বছরের গবেষণালব্ধ পূর্ণাঙ্গ বই ‘ঠার বেদে জনগোষ্ঠীর ভাষা’ প্রকাশ পায় গত বছর।

বছর না ঘুরতেই সেই কাজের স্বীকৃতি হিসেবে পেল আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩।

Facebook Comments Box

Posted ৭:০৩ এএম | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(165 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।