| সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 105 বার পঠিত
এবার ড্রোন হামলায় ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশের মাটিতে রুশ নজরদারি বিমান বিধ্বস্ত হয়েছে। বেলারুশের সরকারবিরোধী অধিকারকর্মীরা ড্রোন হামলার দায় স্বীকার করেছেন।
বেলারুশের রাজধানী মিনস্কের কাছের গত রোববার রুশ সামরিক এ-৫০ ‘নজরদারি’ বিমান বিধ্বস্ত হয়। টেলিগ্রামে বেলারুশের বিরোধীদলীয় নেতা আলেকজান্ডার আজারভ দাবি করেন, বেলারুশের নাগরিকরাই ড্রোন হামলা চালিয়ে রুশ বিমানটি ধ্বংস করেছেন। রয়টার্স জানায়, বেলারুশ বা রাশিয়া সরকারের পক্ষ থেকে বিমান ধ্বংসের খবর নিশ্চিত করা হয়নি। এ প্রসঙ্গে উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সের প্রশ্নের সাড়া দেয়নি।
বেরিয়েভ এ-৫০ মডেলের সামরিক বিমানটি পূর্ব সতর্কীকরণ কাজে ব্যবহার হয়। এটি একসঙ্গে ৬০টি বস্তু ট্র্যাক করার সক্ষমতা রাখে।
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকেই রাশিয়া বেলারুশের বিভিন্ন সীমান্ত এলাকায় নাশকতামূলক হামলা বেড়েছে। বিশেষ করে সামরিক ঘাঁটি, অস্ত্রের গুদামে হামলা হচ্ছে। এসব হামলায় দায় স্বীকার করেনি কিয়েভ। ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই মস্কোকে সহায়তা করে আসছে লুকাশেঙ্কোর সরকার।
Posted ১১:৩৭ পিএম | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।