| সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 18 বার পঠিত
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল রোববার রাত ১১টায় নৌপথ দুটিতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি।
এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া দুই নৌপথে চারটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এতে বাড়তি ভোগান্তিতে পড়েন গাড়ির যাত্রী ও চালকেরা। বেশ কিছু যাত্রীবাহী পরিবহণ ও অন্যান্য গাড়ি নদী পারাপারের অপেক্ষায় আটকা আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেজ নেওয়াজ জানান, রবিবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া বনলতা, হাসনা হেনা ও রজনীগন্ধা নামক তিনটি ইউটিলিটি (ছোট) ফেরি মাঝনদীতে আটকা পড়ে। মাঝনদীতে ফেরি আটকা পড়ার খবরে উভয় ঘাট থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেয়।
দীর্ঘ সময় থেকে ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে তিন শতাধিক যানবাহন। এদের মধ্যে যাত্রীাবাহী বাস, ছোটগাড়ি, প্রাইভেটকার, মাইক্রোবাস মিলে শতাধিক যানবাহন ও আরও শতাধিক পণ্যাবাহী ট্রাক রয়েছে বলে জানান তিনি। ঘন কুয়াশার তীব্রতা না কাটা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হবে না বলেও জানান তিনি।
একই কারনে আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। উভয়ঘাটে আটকে রাখা হয়েছে ৫টি ফেরিকে।
Posted ৪:২৮ এএম | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।