| বুধবার, ১৫ মার্চ ২০২৩ | প্রিন্ট | 37 বার পঠিত
চারদিকে ধুলার রাজত্ব ও গরমের মধ্যে অবশেষে বহুল আকাঙ্খিত বৃষ্টি নামল।
আজ (১৫ মার্চ) সকাল থেকেই মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। রাজধানীর ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে হতে পারে বজ্র-বৃষ্টি। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গেছে। এছাড়া কোথাও কোথাও শিলা বৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে।
আবহাওয়াবিদ মো. করিফুল নেওয়াজ কবির বলেন, ‘আরও আগেই বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে আমরা ধারণা করেছিলাম। কিছুটা দেরিতেই শুরু হলো। এই মৌসুমে মেঘ জমে, বৃষ্টি হয়ে তারপর আকাশ পরিষ্কার হয়ে যায়। আশা করছি, দুপুরের পরপরই ঢাকার আকাশ পরিষ্কার হয়ে যাবে।’
আবহাওয়া অফিস বলছে, এখন প্রাক-মৌসুমি বায়ুর সময়। তাই এ সময় সামান্য বৃষ্টি হতে পারে। আজ রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকবে; আবার রোদও দেখা যাবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
Posted ৫:২৫ এএম | বুধবার, ১৫ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।