| বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
প্রিন্সেস ডায়ানার লেখা একটি চিঠি নিলামে বিক্রি হয়েছে প্রায় ১ কোটি টাকায় (১ লাখ ৪১ হাজার ১৫০ পাউন্ড)।
প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ডায়না চিঠিটি তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু সুজি ও তারেক কাশেম নামে দুই বন্ধুকে পাঠিয়েছিলেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সুজি ও তারেক কাশেম গত ২৫ বছর ধরে এই চিঠিটি সযত্নে রেখেছিলেন। সম্প্রতি তাঁরা নিলামে এই চিঠি বিক্রি করেছেন। চিঠি বিক্রির টাকা ডায়নার দাতব্য প্রতিষ্ঠানে দান করেন সুজি ও তারেক কাশেম।
এর আগে, নিউইয়র্কে একটি নিলামে প্রিন্সেস ডায়নার একটি রাজকীয় গাউন ছয় লক্ষ ডলারে বিক্রি হয়েছিল। প্রিন্সেস ডায়না ১৯৯১ সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন।
Posted ৭:০৪ এএম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।