| শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে একটি হাইপার স্কেল ডেটা সেন্টার বা বড় ধরনের তথ্যভান্ডার পার্ক গড়ে তোলার জন্য ২ হাজার কোটি টাকা (১৫০ মিলিয়ন ডলার) বিনিয়োগ করবে ভারতীয় প্রতিষ্ঠান ইয়োটা ডেটা সার্ভিসেস।
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইয়োটার ডেটা সেন্টর পার্কটি স্থাপন করা হবে। কোম্পানিটি সেখানে ২৮ দশমিক ৮ মেগাওয়াট আইটি বিদ্যুৎ-ক্ষমতাসম্পন্ন দুটি পৃথক সেন্টার ভবন নির্মাণ করবে, যেখানে মোট ৪ হাজার ৮০০টির র্যাক থাকবে। ডেটা সেন্টারের র্যাক হলো একধরনের কাঠামো, যাতে সার্ভার ও অন্যান্য সরঞ্জাম রাখা হয়।
ভারতের বিখ্যাত শিল্প গ্রুপ হিরানন্দানি গ্রুপের ডেটা ও ক্লাউড সেন্টর এবং এশিয়ার বৃহত্তম আপটাইম ইনস্টিটিউট গোল্ড অপারেশন সার্টিফায়েড টিয়ার ফোর ডেটা সেন্টারের অপারেটর ইয়োটা ডেটা সার্ভিসেস এ বিনিয়োগ করবে।
ইয়োটা ডেটা সার্ভিসেস বলেছে, বাংলাদেশে তাদের বিনিয়োগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ চেষ্টার একটি অংশ এবং এ ক্ষেত্রে তারা সবচেয়ে নজর দিচ্ছে প্রতিবেশী দেশগুলোর প্রতি। কোম্পানিটি মনে করে, দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশই ডিজিটাল রূপান্তরের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে।
আগামী ১০ থেকে ১১ ফেব্রুয়ারি ব্যবসায়ী ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য এবিপি ইনফোকম সম্মেলনে ইয়োটা ডেটা সার্ভিসেসের সহপ্রতিষ্ঠাতা ও সিইও সুনীল গুপ্তা আইটি খাতের সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবেন।
বাংলাদেশে বিনিয়োগের ঘোষণা দিয়ে সুনীল গুপ্তা এক বিবৃতিতে বলেন, ‘ইয়োটার ঢাকা ডেটা সেন্টার পার্ক শুধু এই অঞ্চলের ব্যবসায়ীদের আধুনিক ডেটা সেন্টার অবকাঠামো ব্যবহারের সুবিধা দেবে তা-ই নয়, আমাদের ডিজিটাল সেবা ব্যবহার করে তাঁরা নিজেদেরকে রূপান্তর করতে পারবেন। এর ফলে একটি সত্যিকার ডিজিটাল বাংলাদেশের দিকে তাঁরা নিজেদেরকে রূপান্তর করতে পারবেন। এর ফলে একটি সত্যিকার ডিজিটাল বাংলাদেশের দিকে তাঁরা আরও এগিয়ে যাবেন।’
Posted ৪:৪৮ এএম | শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।