| সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
বৈশ্বিক অর্থনীতির সংকটের কারণে ইভিএমের নতুন প্রকল্প আপাতত স্থগিত বলে জানেয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। আজ সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংসে তিনি একথা জানান।
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, পরিকল্পনা কমিশন সিদ্ধান্ত জানিয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নতুন প্রকল্পটি পরীক্ষা-নিরীক্ষা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করাা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পরিকল্পনা কমিশন আমাদের জানিয়েছে এই মুহূর্তে নতুন প্রকল্পটি প্রক্রিয়াকরণ হচ্ছে না।
ইভিএমের নতুন প্রকল্প পাশ হলেও ১৫০ আসনে তা ব্যবহার করা যাবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, সেটি এখনি বলা যাবে না। আমাদের কাছে যে ইভিএম আছে সেগুলোর কিউসি করা হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনের বিষেয়ে তিনি বলেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
Posted ৮:২৯ এএম | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।