| সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 39 বার পঠিত
অভিবাসী ইস্যুতে সব সময়ই সোচ্চার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতায় থাকার সময় আমেরিকা জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছিল। সূত্র : রয়টার্স
এমনকি ট্রাম্প প্রশাসনের গৃহীত অভিবাসন নীতি আমেরিকায় দীর্ঘদিন ধরে থাকা অভিবাসীদের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও অভিযোগ রয়েছে। আর এবার অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্টের রক্ত বিষাক্ত করছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। অথচ ট্রাম্প নিজেও একজন অভিবাসীর সন্তান।
স্থানীয় সময় শনিবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে প্রচারাভিযানের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, অনথিভুক্ত অভিবাসীরা ‘আমাদের দেশের রক্ত বিষাক্ত’ করছে।
নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। ট্রাম্পের এমন মন্তব্যকে জেনোফোবিক (বিদেশি বা বিদেশি বংশোদ্ভূতদের প্রতি ভীতি ছড়ানো) এবং নাৎসিবাদী বক্তব্যে প্রতিধ্বনি বলে আগেই সমালোচনা করা হয়েছে।
ট্রাম্প ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে, দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য নির্বাচিত হলে অবৈধ অভিবাসন রোধ করবেন এবং বৈধ অভিবাসনও সীমিত করবেন।
নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডারহাম শহরে কয়েক হাজার সমর্থকের সমাবেশে ট্রাম্প বলেন, দক্ষিণ আমেরিকা ছাড়াও এশিয়া ও আফ্রিকা থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আসছেন। সারা বিশ্ব থেকে তারা আমাদের দেশে এসে হাজির হচ্ছেন।
Posted ৩:৪২ এএম | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।