| শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 33 বার পঠিত
স্বর্ণের দাম ভরিতে আরও ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছে। এর ফলে ২২ ক্যারটের (ভালো মানের) প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা। আর মাধ্যমে স্বর্ণের দামে ফের রেকর্ড সৃষ্টি হলো। আজ শুক্রবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দেশে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ৫৪৩ টাকা। এটিও রেকর্ড ছিল। এরপর আবারও বাড়ানো হয় দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়া?নো হয়েছে। এছাড়াও নতুন দাম অনুসারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৮ হাজার ২১০ টাকা, ১৮ ক্যারেট ৮৪ হাজার ২১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭০ হাজার ১৫৮ টাকা।
স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরির দাম পড়বে ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।
Posted ৫:৩৪ এএম | শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।