| শনিবার, ০৭ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 36 বার পঠিত
মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে নতুন আচরণবিধি ঠিক করে দিয়েছে সৌদি আরব। রওজা শরিফে কোন কাজ করতে হবে এবং কোন কাজ করা যাবে না সে সম্পর্কিত একটি নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) আমিরাতভিত্তিক গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। রওজা শরিফে প্রবেশের পর উচ্চ স্বরে কথা বলা যাবে না। যতদূর সম্ভব নিচু স্বরে নিজেদের মধ্যে কথা-বার্তা বলতে হবে।
এ ছাড়া নবীজির রওজা জিয়ারতের সময় সঙ্গে খাবার না রাখা, রওজার ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান করা নিষিদ্ধ। একই সঙ্গে প্রত্যেক যাত্রীর জন্য বরাদ্দ সময়ের অতিরিক্ত সময় রওজায় অবস্থান না করারও অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
Posted ৬:৩৬ এএম | শনিবার, ০৭ অক্টোবর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।