| বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 47 বার পঠিত
২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। আগামী বছরের হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর। আর হজে যাওয়ার জন্য ভিসা দেওয়া শুরু হবে আগামী বছরের ১ মার্চ। এ ছাড়া আগামী বছরের ৯ মে হজ ফ্লাইট শুরু হবে।
২০২৪ সালের পবিত্র হজ পালন নিয়ে আজ বুধবার প্রাক্-প্রস্তুতি সভা করেছে ধর্ম মন্ত্রণালয়। সেখানে সভার সভাপতি ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার এসব তথ্য জানান।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, হাবের নেতা, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:১০ এএম | বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।