| মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ | প্রিন্ট | 56 বার পঠিত
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য সোমবার মিয়ামিতে পৌঁছেছেন। যদিও ট্রাম্প তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ নিতান্তই ‘হাস্যকর’ এবং ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন। খবর বিবিসি।
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত রাষ্ট্রীয় গোপন নথিপত্র অনুমোদন ছাড়াই ফ্লোরিডায় নিজের বাড়িতে নিয়ে অরক্ষিত স্থানে ফেলে রাখার জন্য আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
মঙ্গলবার তিনি সেখানে রাষ্ট্রীয় গোপন নথিগুলো অপব্যবহার করার অভিযোগে আদালতে হাজির হবেন। ট্রাম্পের বিরুদ্ধে পারমাণবিক গোপনীয়তাসহ কিছু বেআইনিভাবে গোপনীয় তথ্য সংরক্ষণের কয়েক ডজন অভিযোগ রয়েছে।
এ বছর দ্বিতীয়বারের মতো তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হলো।
ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ ক্লাবের বাইরে তার সমর্থকরা জড়ো হয়েছিল। তিনি নিউ জার্সি থেকে যাত্রা করার আগে তার ট্রুথ সোশ্যাল-মিডিয়া প্ল্যাটফর্মে লিখেন, `আমি আশা করি গোটা দেশ দেখছে যে মূল বামরা আমেরিকার প্রতি কি করছে।’
ট্রাম্প, ২০২৪ সালের মার্কিন নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করছেন। এই প্রথম কোনো আমেরিকার সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার অপরাধের মামলা করছে।
Posted ৬:১৮ এএম | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।