বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দোয়া কুনুত মুখস্থ না থাকলে যেসব দোয়া পড়তে পারেন

  |   রবিবার, ০৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   35 বার পঠিত

দোয়া কুনুত মুখস্থ না থাকলে যেসব দোয়া পড়তে পারেন

বিতির নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলিয়ে তাকবির বলে হাত বেঁধে দোয়াটি পড়তে হয়। রাসুল (স.) দোয়া কুনুত পাঠ করতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি একরাতে নবী (স.)-এর নিকটে ছিলাম। তিনি শয্যাত্যাগ করলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। এরপর উঠে বিতর পড়লেন। প্রথম রাকাতে ফাতেহার পর সুরা আ’লা পাঠ করলেন। এরপর রুকু ও সেজদা করলেন। দ্বিতীয় রাকাতে ফাতেহা ও কাফিরুন পাঠ করলেন এবং রুকু-সেজদা করলেন। তৃতীয় রাকাতে ফাতেহা ও ইখলাস পাঠ করলেন। এরপর রুকুর আগে কুনুত পড়লেন।’ (কিতাবুল হুজ্জাহ: ১/২০১; নাসবুর রায়াহ: ২/১২৪)

তবে দোয়া কুনুত হুবহু হাদিসে বর্ণিত শব্দে হওয়া ওয়াজিব নয়। বরং অন্য কোনো দোয়া করারও অবকাশ রয়েছে। এমনকি যদি কোরআনের যেসব আয়াতে দোয়া আছে, এমন আয়াত পড়লে সেটাও জায়েজ আছে। ইমাম নববি বলেন, জেনে রাখুন- অগ্রগণ্য মাজহাবমতে, কুনুতের জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই। তাই যেকোনো দোয়া পড়লে কুনুত হয়ে যাবে; এমনকি দোয়া সম্বলিত এক বা একাধিক কোরআনের আয়াত পড়লেও কুনুতের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। তবে হাদিসে যে দোয়া এসেছে সেটা পড়া উত্তম। (ইমাম নববির ‘আল-আজাকার, পৃষ্ঠা-৫০)

দোয়া কুনুতে যেসব দোয়া পড়তে পারেন
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ  ‘রব্বানা লা-তুযিগ ক্বুলুবানা বা’দা ইজ হাদাইতানা, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান, ইন্নাকা আন্তাল ওয়াহ্যাব। অর্থ: হে আমাদের রব্ব! সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে সত্য লংঘনে প্রবৃত্ত করবেন না এবং আপনি আমাদের অনুগ্রহ করুন। আপনিই সব কিছুর দাতা। (সুরা আলে ইমরান: ৮)

অথবা এই দোয়াটি পড়তে পারেন— رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّ فِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ উচ্চারণ: ‘রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাঁও ওয়া ফিল আখিরাতে হাসানাতাঁও ওয়া কিনা আজাবান নার।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন; আখিরাতেও কল্যাণ দান করুন। এবং আমাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন।’ (সুরা বাকারা: ২০১)

অথবা কয়েকবার করে এই দুইটি দোয়া-ইসতিগফারও পড়া যায়। ১) أَللّهُمَّ اغْفِرْ لَنَا উচ্চারণ: আল্লাহুম্মাগ ফির লানা। অর্থ: হে আল্লাহ আমাদের ক্ষমা করুন। ২) أَسْتَغْفِرُ اللهَ উচ্চারণ: আসতাগফিরুল্লাহ। অর্থ: ‘হে আল্লহ, আমাকে ক্ষমা করুন।’ (ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১৭০; আল-মুহিতুল বুরহানি: ২/২৭০; ফতোয়া তাতারখানিয়া: ২/৩৪৪; আল-বাহরুর রায়েক: ২/৪২-৪৩; রদ্দুল মুহতার: ২/৭)

হাদিসে আরেকটি দোয়ার কথা এসেছে। কুনুতে সেই দোয়া পড়া উত্তম। দোয়াটি হলো— اَللَّهُمَّ اهْدِنِيْ فِيْمَنْ هَدَيْتَ، وَعَافِنِيْ فِيْمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِيْ فِيْمَا أَعْطَيْتَ، وَقِنِيْ شَرَّمَا قْضَيْتَ؛ إِنَّكَ تَقْضِىْ وَلاَ يُقْضَى عَلَيْكَ، وَإنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَّالَيْتَ، وَلاَ يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ অর্থ: ‘হে আল্লাহ! যাদেরকে তুমি হেদায়াত করেছো আমাকেও তাদের সঙ্গে হেদায়াত করো, যাদের প্রতি উদারতা দেখিয়েছ তাদের সঙ্গে আমার প্রতিও উদারতা দেখাও। তুমি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছ তাদের সঙ্গে আমার অভিভাবকত্বও গ্রহণ করো। তুমি আমাকে যা দান করেছ তার মধ্যে বরকত দাও। তোমার নির্ধারিত খারাবি থেকে আমাকে রক্ষা কর। কেননা তুমিই নির্দেশ দিতে পার, তোমার উপর কারো নির্দেশ চলে না। যাকে তুমি বন্ধু ভেবেছ সে কখনও অপমানিত হয় না। তুমি কল্যাণময়, তুমি সুউচ্চ।’ আল হাসান বিন আলী (রা.) এই দোয়ার ব্যাপারে বলেন, ‘রাসুলুল্লাহ (স.) আমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিয়েছেন। এগুলো আমি বিতরের নামাজে পাঠ করে থাকি।’ (তিরমিজি: ৪৬৪)

তবে, দোয়া কুনুতের পরিবর্তে ৩ বার সুরা ইখলাস পড়ার রেওয়াজটি গ্রহণযোগ্য নয়। কারণ সুরা ইখলাস— কুনুত বা দোয়া সম্বলিত সুরা নয়। কুনুতের উদ্দেশ্যই হচ্ছে- আল্লাহর কাছে দোয়া করা। সুতরাং বিতির নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেকোনো মাসনুন দোয়া পড়তে হবে। তবে হাদিসে বর্ণিত দোয়া তথা ‘আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা’ এটি পড়া সুন্নত। তাই তা দ্রুত শিখে নেওয়া উচিত।

মনে রাখতে হবে, কেউ যদি বিতির নামাজে কোনো দোয়াই না পড়ে— তাহলে তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে। (আল-মুহিতুল বুরহানি: ২/২৭০; আল-বাহরুর রায়েক: ২/৪২; রদ্দুল মুহতার: ১/৪৬৮; হাশিয়াতুত তহতাভি আলাদ্দুর: ১/২৮০)

দোয়া কুনুত হলো গভীর রাতে আল্লাহর সঙ্গে বান্দার একান্ত প্রেমালাপ। এ দোয়ার ফলে আল্লাহ বান্দার ওপর খুশি হন। বান্দার চাওয়া-পাওয়া পূর্ণ করে দেন। দুনিয়ার সব বিপদ-আপদ থেকে মুক্তি দেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গভীর রাতে বিতির নামাজে দৃঢ়চিত্তে দোয়া কুনুতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

Facebook Comments Box

Posted ২:১৫ পিএম | রবিবার, ০৭ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।