রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রী আজ ঢাকা ছাড়ছেন

  |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   28 বার পঠিত

জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রী আজ ঢাকা ছাড়ছেন

জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে আজ মঙ্গলবার ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল পৌনে ৮টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তার জাপানের রাজধানী টোকিওর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। টোকিও, ওয়াশিংটন ডিসি ও লন্ডন সফর শেষে আগামী ৯ মে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিও, বিশ্বব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন এবং ব্রিটেনের রাজা চার্লসের (তৃতীয়) রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লন্ডন যাবেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপান সফরে দুই দেশের মধ্যে কৃষি, মেট্রোরেল, ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিং, কাস্টমস ইস্যু, মেধাস্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি এবং সাইবার সিকিউরিটি সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে আটটি চুক্তি বা সহযোগিতা স্মারক সই হবে। পরে আগামী বুধবার অপরাহ্নে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এ সফর দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে। প্রধানমন্ত্রী একটি বিনিয়োগ সম্মেলনেও ভাষণ দেবেন। তিনি ২৮ এপ্রিল টোকিও থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন।

ওয়াশিংটন সফর: বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন শীর্ষক সেমিনার আয়োজন করা হবে। ঐ সেমিনারে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বক্তব্য প্রদান করবেন। এ অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের জয়যাত্রা ও গত পাঁচ দশকে বাংলাদেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ‘ইকোনমিস্ট’ সংবাদপত্রকে সাক্ষাৎকার প্রদান করবেন। ৪ মে লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

লন্ডন সফর: আগামী ৫ থেকে ৬ মে লন্ডনে ব্রিটেনের রাজা চার্লস- তৃতীয় এবং কুইন কনসোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে। এ রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যাভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

তিনি বলেন, এবার ৭০ বছর পর অনুষ্ঠেয় ব্রিটিশ রাজতন্ত্রের রাজ্যাভিষেক অনুষ্ঠানে প্রায় ১৩০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান (কমনওয়েলথভুক্ত অধিকাংশ দেশের সরকার প্রধানসহ) অংশগ্রহণ করবেন বলে আশা করা যায়।

Facebook Comments Box

Posted ১:৫৩ এএম | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।