| শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 40 বার পঠিত
নেত্রকোণার শ্যামগঞ্জে বাসচাপায় ব্যাটারিচালিত আটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন বলে জানায় পুলিশ। স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে বলে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আজিজুল হক জানান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে একটি অটোরিকশা ছয়-সাত জন যাত্রী নিয়ে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে আসছিল। পথে উপজেলার গোহালাকান্দা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম শাকিব খান। তিনি স্থানীয় ইসবপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে এবং শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহতরা হলেন-বুগী গ্রামের আব্দুর গফুরের ছেলে আটো চালক আমান উল্লাহ, আলীপুর গ্রামের আ. হেকিমের ছেলে আকসামুল, বরুনা গ্রামের ফারুক আহমেদ, নওপাই গ্রামের আকিব মিয়া।
এসআই আরও জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
Posted ৬:১১ এএম | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।