| মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 38 বার পঠিত
নীলফামারীর জলঢাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রুবেল ইসলাম (৩৩) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৯টার দিকে জলঢাকা-ডোমার সড়কে তিনবট নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল পৌর শহরের চিকনমাটি গ্রামের মৃত বাবলু রহমানের ছেলে। তিনি ডোমার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি স্থানীয় একটি পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, রুবেল ইসলাম মোটরসাইকেল চালিয়ে রংপুর থেকে ডোমারের বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় জলঢাকা-ডোমার সড়কে তিনবট নামন স্থানে তিন শিশুকে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান তিনি। এসময় অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুলাল (৩২) প্রাণে রক্ষা পেলেও নিহত হন রুবেল। রাতে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
Posted ১২:৪২ পিএম | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।