| শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করতে তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছে ঢাকা জেলা প্রশাসন।
গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজার ও এনেক্সকো টাওয়ারসহ আশপাশের ভবনে আগুন লাগে। আগুনের ঘটনায় কোনো আহত-নিহত না হলেও এই মার্কেটের ব্যবসায়ীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মূলত বঙ্গবাজারের এই ঘটনায় অনেকে বহু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
সেক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার টাইপ কিছু ওপেন করা। যাতে করে যারা ব্যাংকের চেক, ট্রেড লাইসেন্স, ক্রেডিট কার্ড, জন্মনিবন্ধন কপি, জাতীয় পরিচয়পত্র হারিয়েছেন, তাদের ইনফরমেশন তথ্য আকারে জেলা প্রশাসন ঢাকার কাছে লিপিবদ্ধ থাকে।
বঙ্গবাজার কমপ্লেক্স সংলগ্ন অ্যানেক্সকো টাওয়ারের সামনে তথ্যকেন্দ্র স্থাপন করেছে জেলা প্রশাসন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন চলবে।
সকাল থেকে অ্যানেক্সকো টাওয়ারের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে এই তথ্যকেন্দ্রে নিজ নিজ দোকানের তথ্য দিতে দেখা যায় ব্যবসায়ীদের।
গতকাল সকাল পর্যন্ত সাত মার্কেটের প্রায় ৫০০ মালিক ও ভাড়াটিয়া এবং প্রায় ৪০০ কর্মচারী ক্ষতিগ্রস্তের তালিকায় নাম-ঠিকানা দিয়েছেন। গণমাধ্যমে পাঠানো জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
Posted ১০:৫১ পিএম | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।