| শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 127 বার পঠিত
রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান সমাগত। পবিত্র রমজান মাসে মুসলিম উম্মাহ সঠিকভাবে রোজা পালন করতে চায়। কিন্তু অনেকেই জানে না কী কী কারণে রোজা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। তাই যেসব কারণে রোজা ভেঙে যায় বা নষ্ট হয়ে তা তুলে ধরা হলো-
১. কুলি করার সময় অনিচ্ছায় গলার ভেতর পানি প্রবেশ করলে।
২. প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্যকিছু শরীরে প্রবেশ করালে বা রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে।
৩. রাতে অবশিষ্ট আছে মনে করে সুবেহ সাদেকের পর পানাহার করলে।
৪. ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে।
৫. মুখ ভরে বমি করলে।
৬. জোরপূর্বক সহবাস করলে। এক্ষেত্রে স্ত্রীর শুধু কাজা করতে হবে এবং স্বামীর কাজা-কাফফারা দু’টোই করতে হবে।
৭. ভুলবশত কোনো কিছু খেয়ে, রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে।
৮. বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে।
৯. নাক বা কান দিয়ে ওষুধ প্রবেশ করালে।
১০. জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিামাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে।
১১. অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে।
১২. রোজার নিয়তে গরমিল হলেও রোজা নষ্ট হয়ে যাবে। নিয়ত প্রত্যেক ইবাদত তথা রোজার অন্যতম রোকন। আর সারাদিন সে নিয়ত নিরবিচ্ছিন্নভাবে মনে জাগ্রত রাখতে হবে যে, আমি রোজাদার। যাতে রোজাদারের নিয়তে রাখা না রাখার বা রোজা বাতিল করার কোনো দৃঢ় সংকল্প না করে বসে।
বলা বাহুল্যঃ রোজা না রাখার নিয়ত করলে এবং নিয়ত বাতিল করে দিয়ে সারাদিন খাবার না খেয়ে উপবাস করলেও রোজা বাতিল গণ্য হবে। সুতরাং রোজা রাখার জন্য নিয়ত আবশ্যক।
কোরআনের এ নির্দেশ মনে রাখতে হবেঃ
وَ لَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ فِیۡمَاۤ اَخۡطَاۡتُمۡ بِهٖ ۙ وَ لٰکِنۡ مَّا تَعَمَّدَتۡ قُلُوۡبُکُمۡ ؕ وَ کَانَ اللّٰهُ غَفُوۡرًا رَّحِیۡمًا
’আর এ বিষয়ে তোমরা কোন ভুল করলে তোমাদের কোন পাপ নেই; কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকলে (পাপ হবে)। আর আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আহযাব : আয়াত-৫)
আল্লাহ তা’আলা মুসলিম উম্মাহকে রমজানের রোজা যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। কোরআন-সুন্নাহর ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। রোজা ভঙ্গের বা নষ্টের কারণগুলো থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।
Posted ৩:৩২ এএম | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।