শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

৭ বছর পর গ্রহাণুর নমুনা নিয়ে ফিরল নাসার ক্যাপসুল

  |   মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   32 বার পঠিত

৭ বছর পর গ্রহাণুর নমুনা নিয়ে ফিরল নাসার ক্যাপসুল

গ্রহাণুর শিলা ও ধুলিকণার সবচেয়ে বেশি নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান। উৎক্ষেপণের সাত বছর পর স্থানীয় সময় রোববার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উটাহের মরুভূমিতে বিশেষ ধরনের ক্ষুদ্র যান বা ক্যাপসুলটি নিরাপদে অবতরণ করে। নাসা জানিয়েছে, গ্রহাণুর বড়সড় নমুনা পৃথিবীতে আনার ঘটনা এটাই প্রথম। উটাহের মরুভূমিতে ক্যাপসুলটির অবতরণের দৃশ্য নাসার পক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। খবর নেচার জার্নাল।

২০১৬ সালে যাত্রা শুরু করা ওসিরিস-রেক্স নামের এই মহাকাশযানের ক্যাপসুলটি গ্রহাণু বেন্নু থেকে এসব নমুনা সংগ্রহ করে। বেন্নুর পাথুরে পৃষ্ঠাদেশে এটি অবতরণ করে ২০১৮ সালে। এর পর হীরকের মতো গঠনের কালো এই গ্রহাণু থেকে শিলাখণ্ড ও ধুলোবালির নমুনা সংগ্রহ করে ক্যাপসুলটি। নাসা জানিয়েছে, নমুনার ওজন প্রায় ২৫০ গ্রাম (৯ আউন্স) বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, জাপানি মহাকাশযান ইটাকাওয়া নামের গ্রহাণু থেকে মাত্র ৫ দশমিক ৪ মিলিগ্রাম নমুনা নিয়ে পৃথিবীতে এসেছিল। এবারের নমুনা সেগুলোর চেয়ে পরিমাণে অনেক বেশি।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:৪৩ এএম | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।